অনলাইনে জমির আরএস খতিয়ান, নামজারি ও দাগ নম্বর বের করুন | Online RS Khatian

#খতিয়ান #নামজারী #দাগ

আজ আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো ঘরে বসে অনলাইনের মাধ্যমে কিভাবে খতিয়ান নং এর সাহায্যে জমির মাল্লিক কে । কিভাবে বের করবেন।


ভুমি বিষয়ক তথ্য
=============
ম্যাপ কি ?
উত্তরঃ কোন মৌজার ভূমির প্রতিচ্ছবি একটি নির্দিষ্ট স্কেলে অক্ষ বা দ্রাঘিমা রেখা নির্দেশ করে অংকন করা হলে তাকে মৌজা ম্যাপ বলে।

মৌজা কি ?
উত্তরঃ মৌজা জরিপ কাজে একটি ইউনিট। জরিপ কাজের সুবিধার জন্য উপজেলাকে কতগুলো ভাগে বিভক্ত করা হয়। এর প্রত্যেকটি ভাগকে মৌজা বলে।

খতিয়ান কি ?
উত্তরঃ খতিয়ান আরবী শব্দ। যে কাগজে জমির সমস্ত বিবরনী লিপিবদ্ধ থাকে তাকে খতিয়ান বলে।

দাখিলা কি ?
উত্তরঃ ভূমি উন্নয়ন কর পরিশোধ করলে ভূমির মালিক যে রশিদটি প্রাপ্ত হন উহা দাখিলা নামে পরিচিত। ঐ রশিদটি ভূমি মালিকের কাছে পাওয়া গেলে বুঝতে হবে জমিতে তার আইন সংগত মালিকানা স্বত্ত্ব রয়েছে।

নামজারি বা MUTATION কি ?
উত্তরঃ নামজারী বলতে বুঝায় খতিয়ানের সংশোধন করা। অর্থাৎ খতিয়ানের পূর্বে যার নাম ছিল তার নামের পরিবর্তে নতুন ভূমি মালিকের নামে খতিয়ান সংশোধন করা।

ওয়েভসাইট লিংক https://www.land.gov.bd/pages/R-S-Kho...

অনলাইনে জমি রেকর্ড বা দাগের তথ্য বের করুন
CS, SA, RS, BS খতিয়ান চেনার উপায়
আর এস খতিয়ান কি
খতিয়ান কি
কিভাবে খতিয়ান চিনবেন
খতিয়ান চেনার উপায়
সি এস খতিয়ান কি
X

Where would you like to share this video?

X

Embed

Choose your height, width and share options, then copy the generated script and paste it to your website in the location you want the video to appear.

Width:
Height:
Show share links with embed video?

Today's Devotional

A Prayer to Deepen Your Faith This Christmas Season - Your Daily Prayer - December 7

God's Word doesn't say, "You will not face trials of any kind so long as your life is filled with joy." What it tells us is that we will face trials throughout all of life, and to count it as joy, which will lead to steadfastness.

Read Today's Devotional